মহান বিজয় দিবস – ২০২২ (কুইজ প্রতিযোগিতা)

কুইজ প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে ‘সম্প্রতি’ কর্তৃক আয়োজিত ;

অনলাইন কুইজ প্রতিযোগিতা – ২০২২

কুইজের বিষয়ঃ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস

পুরস্কার/প্রাইজমানিঃ

কুইজে ৩ জন বিজয়ীর জন্য রয়েছে নূন্যতম মোবাইল রিচার্জ (প্রাইজ মানি)। 

অংশগ্রহণের সময়সীমাঃ

১৬ই ডিসেম্বর (সন্ধ্যা ৭টা) হতে- ১৭ই ডিসেম্বর ২০২২- (রাত ১০টা) পর্যন্ত।
[ কুইজের অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে নিবন্ধন/লগইন নিবন্ধন করতে হবে । ]

নিবন্ধন করুন >>> https://quiz.com.bd/register

অংশগ্রহণের নিয়মাবলীঃ

১। আমাদের কুইজ প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।
২। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
৩। কুইজে ১০টি (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হবে ।
8। একই ব্যক্তি একাধিকবার কুইজে অংশগ্রহণ করলে, পূর্বের উত্তরপত্র রেখে, বাকি উত্তরপত্রগুলো ডিলেট হয়ে যাবে ।
৫। কুইজ পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোন বিষয়ে, আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত । তবে আপননার যেকোনো জিজ্ঞাসা বা অভিযোগ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ।

ফলাফল প্রকাশঃ

১৮ই ডিসেম্বর (সকাল ১১ টায়)

নিচে কুইজ দেওয়া হলো, শুরু করুন

/10
159
You must log in to pass this quiz.

কুইজের আপডেট পেতে আমাদের ব্লগ সাইট এবং ফেসবুক পেইজ এবং গ্রুপে চোখ রাখুন, ধন্যবাদ। 

ফেসবুক পেইজ- https://www.facebook.com/somproticom
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/quizcombd

7 thoughts on “মহান বিজয় দিবস – ২০২২ (কুইজ প্রতিযোগিতা)

      1. ভালো লেগেছে খুব।

        একটা কথা, মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু এটা সবসময় পড়ে আসছিলাম। এতোদিন ভুল পড়েছি তাহলে।

        1. বর্তমান প্রেক্ষাপটে ২টিই সঠিক। তবে, স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, আর মুক্তিযুদ্ধের এম. এ. জি ওসমানি।

          কুইজের এই প্রশ্নটির জন্য অটো মার্কস দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *