কুইজ প্রতিযোগিতা – জুম্মাবার

/10
85
Created on By
এম. এ. নাবিল

জুম্মাবারের ফজিলত

সময়ের ও সঠিক উত্তরের উপর ভিত্তি করে, বিজয়ী ঘোষণা হবে।

একাধিক বিজয়ী থাকলে, প্রয়োজনে লটারি করা হতে পারে । 

{পাশ মার্ক ৭০%}

[ফলাফল প্রকাশে কর্তৃপক্ষের সিদ্ধান্তই মূল সিদ্ধান্ত।]

আপনার পরিচয় দিন...

জুম্মবারে আমরা সবার আগে কি করব?

যে সবার আগে মসজিদে প্রবেশ করে, সে কিসের সওয়াব লাভ করে?

আদিপিতা হযরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে কবে?

ইয়াহুদিদের জন্য সর্বোত্তম দিন কোনটি?

জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন?

আল্লাহ তায়ালা নভোমণ্ডল, ভূমণ্ডল ও গোটা জগতকে কত দিনে সৃষ্টি করেছেন?

সূর্য উঠা দিনগুলোর মধ্যে সর্বোত্তম কোনটি?

❝হে মুমিনগণ জুম্মার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশেও দ্রুত ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর।❞

এটির সূত্র কোনটি?

যারা জুমার নামাজ ছেড়ে দেয়, তাদেরকে এ অভ্যাস ত্যাগ করতে হবে। তা না হলে, আল্লাহ তাদের কি করবেন?

❝যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে এলো,
তারপর সাধ্যমত (সুন্নাত) নামাজ আদায় করলো,
এরপর ইমামের খুতবাহ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকলো,
এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করল,
এতে তার দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।❞

হাদিসটি কোথাকার?

Your score is

0%

কুইজ কেমন লাগল...?

আপনার মতামত জানান ।

এম. এ. নাবিল

শিক্ষক (ইংরেজি), অন্বেষা কলেজিয়েট স্কুল; বিবিএ (সম্মান) , কক্সবাজার সরকারি কলেজ; ফাউন্ডার ও সিইও - সম্প্রতি কোচিং সেন্টার ।
View Profile View All Posts

Comments

মাহবুব

Masha allah Alhamdulillah

Hannanur Rashid

অনেক চমৎকার আয়োজন ছিলো। প্রশ্ন গুলো সহজেই উত্তর করতে পেরেছি। ইনশা, আল্লাহ কুইজ প্রতিযোগিতার ধারা চলমান থাকবে বলে বিশ্বাস রয়েছে।

Bipasha Islam

Alhamdulillah khubi vlo lagse ei prothom islamic quiz a ongsogrohon korlam tai beshei vlo lagse r onek kicu sikhty parbo quiz ar maddhome..

Asraf Ali

মাশাআল্লাহ খুবই অসাধারণ। অনেক কিছু জানতে পারলাম। এভাবে চলতে থাকলে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ কর্তৃপক্ষকে।

Sidratul Montaha

অনেক কিছু শিখতে পারলাম.জাজাকাল্লাহ খাইরান কুইজ এর আয়োজন করার জন্য

আবদুল আজিজ

massallah kub vlo laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *