জুম্মার দিনের দুরুদ শরীফ

ইসলাম

জুম্মার দিনে দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত দামী একটি সুন্নত আমল।

জুমা’র দিনে’র গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা,

● অধিক পরিমাণে দরুদ পড়া,

● বেশি বেশি ইস্তিগফার পড়া

  • أَسْتَغْفِرُ اللّٰهَ
    [“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু’আ করা।

আসুন, আমরা জুম্মার দিনের সময়টুকু দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি।

১) আল্লা-হুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদ, ওয়া ‘আলা আ~লি মুহাম্মাদ
اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ

২) আল্লা-হুম্মা সল্লি’আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদ
اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ • اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ

৩) আল্লা-হুম্মা সল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ-

اللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

৪) ওয়াস সলাতু ওয়াস সালামু ‘আলা রসূলিল্লাহ

وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ

৫) সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

✨ বাংলায় উচ্চারণের ক্ষেত্রে এই [ ‘ ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ – ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

✨ উপরোক্ত দুরুদ শরীফগুলো কমপক্ষে দৈনিক ১০০ বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

★ জুম্মার দিনে আসরের পর থেকে মাগরিবের পূর্ব মূহুর্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। সেজন্য আমরা এই সময়ে বেশি বেশি আল্লাহর প্রশংসা এবং জুম্মার দিনে দুরুদ শরীফ পাঠ করব ইন শা আল্লাহ।

রেফারেন্সঃ [আবু দাউদ- ১০৪৮]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *