বাগধারা বাক্য রচনা – বিভিন্ন পরীক্ষায় আসে

বাগধারা অর্থ কী?

বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার ধারা / কথার বচন ভঙ্গি / কথার ভাব বা কথার ঢং – কে বোঝায়। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বাগধারা বলা হয়। এই পর্যন্ত বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা নিচে দেওয়া হলোঃ

বাগধারা বাক্য রচনা

বাগধারাগুলোর অর্থ দেওয়া হলো, পরবর্তীতে বাক্য প্রকাশিত হবে।

আপাতত কুইজ প্রতিযোগিতার জন্য ১০০টি দেওয়া হলো, প্রতিযোগিতা শেষ হলে, বাগধারার সংখ্যা বাড়ানো হবে।

  1. অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
  2. অক্কা পাওয়া = (মারা যাওয়া)
  3. অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
  4. অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
  5. অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
  6. অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
  7. অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
  8. অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
  9. অগ্নিপরীক্ষা = (কঠিন পরীক্ষা)
  10. অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
  11. অগাধ জলের মাছ = (খুব চালাক)
  12. অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
  13. অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
  14. অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
  15. অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
  16. অষ্টরম্ভা = (ফাঁকি)
  17. অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
  18. অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
  19. অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
  20. অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
  21. অকূল পাথার = (ভীষণ বিপদ)
  22. অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
  23. অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
  24. অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
  25. অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
  26. অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
  27. অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
  28. অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
  29. অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
  30. আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
  31. আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
  32. আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
  33. আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
  34. আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
  35. আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
  36. আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
  37. আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
  38. আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
  39. আহ্লাদে আটখানা = (খুব খুশি)
  40. আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
  41. আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
  42. আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু প্রাপ্তি)
  43. আদায় কাঁচকলায় = (শত্রুতা)
  44. আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
  45. আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
  46. আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
  47. আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
  48. আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
  49. আটকপালে = (হতভাগ্য)
  50. আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
  51. আলালের ঘরের দুলাল = (অতি আদরে নষ্ট পুত্র)
  52. আকাশে তোলা = (অতিরিক্ত প্রশংসা করা)
  53. আষাঢ়ে গল্প = (আজগুবি কেচ্ছা)
  54. ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য)
  55. ইঁচড়ে পাকা = (অকালপক্ব)
  56. ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি)
  57. ইতর বিশেষ = (পার্থক্য)
  58. উত্তম মধ্যম = (প্রহার)
  59. উড়নচন্ডী = (অমিতব্যয়ী)
  60. উভয় সংকট = (দুই দিকেই বিপদ)
  61. উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)
  62. উড়ো চিঠি = (বেনামি পত্র)
  63. উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার)
  64. উজানে কৈ = (সহজলভ্য)
  65. উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো)
  66. ঊনপাঁজুড়ে = (অপদার্থ)
  67. ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি)
  68. এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের)
  69. এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)
  70. এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে)
  71. এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা)
  72. এসপার ওসপার = (মীমাংসা)
  73. একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)
  74. এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)
  75. এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই দলভুক্ত)
  76. এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)
  77. ওজন বুঝে চলা = (অবস্থা বুঝে চলা)
  78. ওষুধে ধরা = (প্রার্থিত ফল পাওয়া)
  79. কচুকাটা করা = (নির্মমভাবে ধ্বংস করা)
  80. কচু পোড়া = (অখাদ্য)
  81. কচ্ছপের কামড় = (যা সহজে ছাড়ে না)
  82. কলম পেষা = (কেরানিগিরি)
  83. কলুর বলদ = (এক টানা খাটুনি)
  84. কথার কথা = (গুরুত্বহীন কথা)
  85. কাঁঠালের আমসত্ত্ব = (অসম্ভব বস্তু)
  86. কাকতাল = (আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা)
  87. কপাল ফেরা = (সৌভাগ্য লাভ)
  88. কত ধানে কত চাল = (হিসেব করে চলা)
  89. কড়ায় গণ্ডায় = (পুরোপুরি)
  90. কান খাড়া করা = (মনোযোগী হওয়া)
  91. কানকাটা (নির্লজ্জ)
  92. কান ভাঙানো (কুপরামর্শ দান)
  93. কান ভারি করা (কুপরামর্শ দান)
  94. কাপুড়ে বাবু (বাহ্যিক সাজ)
  95. কেউ কেটা (গণ্যমান্য)
  96. কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
  97. কেঁচো খুড়তে সাপ (বিপদজনক পরিস্থিতি)
  98. কই মাছের প্রাণ (যা সহজে মরে না)
  99. কুঁড়ের বাদশা (খুব অলস)
  100. কাক ভূষণ্ডী (দীর্ঘজীবী)
share
Related Post