কেয়ামতের আলামত অনেক তার মধ্যে কয়েকটি হল
নবী(সা.) বলেন, ১০টি নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তা হলো—১. ধোঁয়া, ২. দাজ্জাল, ২. দাব্বাহ (জমিন থেকে একটি জন্তুর বের হওয়া), ৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, (কিয়ামতের ১০০ বছর আগে মাত্র এক দিনের জন্য পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে), ৫. হজরত ঈসা (আ.) এর আগমন, ৬. ইয়াজুজ-মাজুজের আগমন, ৭. পূর্ব দিকের তিনটি ভূমিকম্প, ৮. পশ্চিম দিকে ভূমিকম্প, ৯. আরব উপদ্বীপের ভূমিকম্প, ১০. ইয়েমেন থেকে উত্থিত আগুন, যা মানুষকে তাড়িয়ে সমাবেশের স্থানে নিয়ে যাবে। (সহিহ বুখারি)।
কিয়ামতের আলামত প্রথমত দুই প্রকার: (১) ছোট আলামত ও (২) বড় আলামত।
কিয়ামতের ছোট আলামত ১০০-টিরও বেশি। এর শুরু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওত থেকে; ছোট আলামতের বেশিরভাগই ইতোমধ্যে প্রকাশ পেয়ে গেছে। আরও কিছু আছে, যা এখনও প্রকাশিত হয়নি।
আর কিয়ামতের বড় আলামত ১০টি। এগুলোর কোনোটি এখনও প্রকাশ পায়নি। এগুলো কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে প্রকাশ পাবে।