- হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তায়ালা, আমাদের প্রিয় নবী থেকে বর্ণনা করেছেন যখন মানুষ মারা যায় তিনটি কাজ ছাড়া মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়।৷ ১.অর্জিত ধন-সম্পদ থেকে সাদাকা বা দান করা.৷ ২.এমন জ্ঞান অর্জন করা যার মাধ্যমে মানুষ উপকৃত হবে .. ৩.এমন নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে..
Mushfiq Answered question
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমাদের প্রিয়নবি (সাঃ) থেকে বর্ণনা করেছেন, “যখন মানুষ মারা যায়, তিনটি কাজ ছাড়া মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়।”
১. অর্জিত ধন-সম্পদ থেকে সাদকা বা দান করা ।
২. এমন জ্ঞান অর্জন করা।, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে।
৩. এমন নেককার সন্তান রেখে যাওয়া, যে সন্তান মৃত্যুর পর মৃতব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে।
(মুসলিম)
এম. এ. নাবিল Answered question